Photos & Videos
Our Gallery
শরৎকাল,মানেই কাশফুল, নীল আকাশ, মেঘ রোদের খেলা, বর্ষার পর মাটির সোঁদা গন্ধ,আর শিউলি ফুলের দর্শনেই মা দুর্গার আগমন আসন্ন। যেমন এ কে ডি পরিবারের ঐতিহ্যময় পুজোর এক বর্ণময় উদাহরণ। শুদ্ধ ও শাস্ত্র বিধি মেনেই বৃহৎ নন্দিকেশর তন্ত্র মতে মা কে আবাহন। একবারে ষোলোআনা বাঙালিয়ানায় পূর্ণ। গত সাত বছর ধরে এ কে ডি পরিবার দুর্গাপুজো করে আসছে সমস্ত নিয়ম বিধি মেনে। পরিবারের সকল সদস্য এক অনাবিল আনন্দ প্রবাহে ভেসে যায়। যদিও উৎসব শুরু হয় মহালয়া থেকেই। তবে এ কে ডি পরিবারের পুজো শুরু হয় প্রথমা থেকে। প্রসঙ্গক্রমে ' মহালয়া' কথাটি প্রকাশ হতেই কয়েকটি কথা ঘুরপাক খায় মনে। মহালয়ার অর্থ মহা আলয় অর্থাৎ শ্রেষ্ঠ আশ্রয় , পরমস্থান বা যোগীদের আবাস। মহা লয় অর্থাৎ ও শব্দ , স্পর্শ , রূপ , রস ও গন্ধের সম্মিলন হয় যে তিথিতে। অর্থাৎ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের নাম মহালয়া। এই মহালয়া থেকেই এ কে ডি পরিবার পুজোর মধ্যে প্রবিষ্ট হয়ে মা কে আহ্বান করেন। এমন দৃষ্টিনন্দন পুজো খুব কমই দেখা যায়। কারণ নিষ্ঠা আর ভক্তির আড়ম্বরে পূর্ণ থাকে এ কে ডি পরিবারের নবরাত্রির পুজো।
প্রথমেই বলতে হয় একেডি পরিবারের দুর্গাপ্রতিমা। এক উজ্জ্বল বর্ণে সমাহিত ধ্যানগম্ভীর ডাকের সাজে মায়ের পূর্ণ দেহে রঞ্জিত হয়েছে স্বর্ণাভ র ঝলক। দেবী এখানে যেন কখনো অম্বিকা, কখনো কন্যাকুমারী আবার কখনো হৈমবতী। এক অপূর্ব স্নেহময়ী মায়ের জ্যোতির্ময়ী মুখ। একেডি পরিবার এই মহাপূজায় 'কুমারী' পুজোর আয়োজন করেন। যা অভূতপূর্ব। পাশাপাশি পরিমার্জিত স্নিগ্ধ আলোকসজ্জার ব্যবহার। এবং অনুপম মণ্ডপ সজ্জা। শিল্প নির্দেশক তার মণ্ডপ সজ্জায় সৃষ্টি সুখের উল্লাসে উজাড় করে দিয়েছেন তার শিল্পকলার অনন্য সৃষ্টি। অন্যদিকে অসাধারণ শিল্পের সমন্বয়ে ফুটে উঠেছে প্রতিমা। মা যেন বাংলার সাক্ষাৎ জননী। তিথি অনুযায়ী মহালয়ার পরের দিন থেকে অর্থাৎ প্রথম থেকে অতিথি আপ্যায়নে একেডি পরিবার আথিতেয়তায় অনন্য নজির রাখে। প্রতিটি সদস্য নিয়ম শৃঙ্খলা মেনে ভোগ গ্রহণ করেন যা সত্যিই শিক্ষণীয়। আর একটি কথা না বললেই নয়। পরিবেশ। এরকম অধ্যাত্মতার পরিবেশ খুব কম ই দেখা যায়। আবহ সংগীত যথেষ্ট পরিমার্জিত। পুজো মণ্ডপে অর্থাৎ ঠাকুর দালানে প্রবেশ করলেই দেখতে পাই অনিন্দ্যসুন্দর জমিদার বাড়ির ন্যায় নাটমন্দির।
এই বৃহৎ কর্মকান্ডে যিনি কর্ণধার , তিনি সামনে থেকে সকলকে অনুপ্রেরণা দিয়েছেন। যার ফলস্বরূপ আমরা পেয়েছি অনুপম শিল্প সম্ভারে অধ্যাত্ম পরিবেশে অনিন্দ্য সুন্দর একেডি পরিবারের দূর্গা মাকে।